রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরীঘাট দিয়ে ঈদ ও পহেলা বৈশাখের ৬দিন ছুটি শেষ করে কর্মস্থলে ফিরতে শুরু করছে দক্ষিণ বঙ্গের ২১ জেলার মানুষ।
১৫ এপ্রিল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়ার লঞ্চ ও ফেরিঘাটে তেমন কোনো যাত্রী ও যানবাহন পারাপারের চাপ লক্ষ্য করা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের খানিকটা পর হতে কিছুটা চাপ বাড়তে থাকে যাত্রী ও যানবাহন পারাপারে।
যাত্রী ও চালকরা বলছেন, ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষ করে ছোটখাটো দুই একটা ঝামেলা ছাড়া, নিরাপদে ও স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছেন তারা।
বিআইডব্লিউটিসি’র আরিচা জোনের ডিজিএম খালেদ নেওয়াজ বলেন, কর্মস্থলে ফেরা মানুষ ও যানবাহন পারাপারে যেকোনো ধরনের চাপ সামলাতে দুই পাড়ে ৮ ফেরীঘাট ও ট্রাফিকে ছোট-বড় মোট ১৬টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available