ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আইয়ুব খানের নাতি ওমর আইয়ুব খানের নাম প্রস্তাব করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।
বর্তমানে ওমর আইয়ুব খান আত্মোগোপন আছেন বলে জানা গেছে।
গত বুধবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সমর্থনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নওয়াজ শরিফ তার ভাই শাহবাজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। একই সময় তার মেয়ে মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন।
এরই মধ্যে দেশটির জাতীয় পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। নির্বাচিত হয়েছেন স্পিকার ও ডেপুটি স্পিকার।
এরআগে, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের স্বতন্ত্র প্রার্থীরা ২৬৫ আসনের মধ্যে ৯৩, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪, জেইউআই (এফ) ৩, অন্যান্যরা পেয়েছে ৩৩ আসনে জয়লাভ করে।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী কোনো দলকে এককভাবে সরকার গঠনের জন্য নির্বাচনে ১৩৪টি আসনে বিজয়ী হতে হবে। কিন্তু এবারের নির্বাচনে কোনো দলই নির্ধারিত সংখ্যক আসনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এতে পাকিস্তানের রাজনীতিতে প্রধানমন্ত্রী হওয়াকে কেন্দ্র করে টানাপোড়েন চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available