গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুটি ম্যাকাউ পাখির মধ্যে একটি উদ্ধার করেছে পুলিশ। ২৩ নভেম্বর শনিবার রাত ১০টায় গাজীপুরের টঙ্গী পাখি মার্কেট এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
২৪ নভেম্বর রোববার সন্ধ্যায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দিবাগত রাতে সাফারি পার্কের ম্যাকাও পাখিশালার বেষ্টনীর নেট কেটে দুটি পাখি চুরি করা হয়। শনিবার সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ চুরির ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালায়।
গ্রেফতার ব্যক্তি শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর এলাকার সেকান্দরের ছেলে আরিফ (৩২)। তাকে রোববার দুপুরে ইন্দ্রবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার অপর সহযোগী একই এলাকার মইজুদ্দিনের ছেলে জহিরকে (৩৫) গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রখেছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, ‘শুক্রবার রাতের কোনও এক সময় সাফারি পার্কের অভ্যন্তরে ম্যাকাও পাখিশালার নেট কেটে দুটি গ্রিন উইং ম্যাকাউ পাখি কেউ বা কারা চুরি করে নিয়ে যায়। পাখি দুটির বর্তমান বাজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। শনিবার ভোরে ম্যাকাও পাখিশালার দায়িত্বে থাকা কর্মচারীরা বেষ্টনী পরিষ্কার করার সময় নেট কাটা দেখতে পান। তখন পাখি গুনে দুটি ম্যাকাউ পাখি কম পাওয়া যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পার্ক এলাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে তার বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে শনিবার সাফারি পার্ক কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে টঙ্গী বাজার এলাকার একটি পাখি বিক্রির দোকান থেকে চুরি যাওয়া একটি ম্যাকাউ পাখি উদ্ধার করে পুলিশ। পাখিটি মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল বলে দোকান মালিক জানান। পরে নিশ্চিত হয়ে আরিফকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।’
সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, ‘উদ্ধার পাখির মুখে স্কচটেপ পেঁচিয়ে বের করে নিয়ে যাওয়ায় পাখিটি অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে সেটির চিকিৎসা চলছে। অপর পাখিটি মরে যাওয়ায় পুলিশ মরদেহ উদ্ধার করতে অভিযান চালাচ্ছে।’
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমিন আক্তার বলেন, ‘বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহায়তায় টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি পাখি উদ্ধার করে। সাফারি পার্কের অভ্যন্তরে ম্যাকাও পাখিশালার নেট কেটে পাখি চুরির ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করবো। দায়িত্বে অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। সাফারি পার্কে এখন ২৭টি ম্যাকাউ পাখি আছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available