রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম থেকে চীনসহ বিভিন্ন দেশে নারী পাচারে জড়িত সিন্ডিকেট চক্রের সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে পার্বত্য জেলা রাঙামাটিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
১৫ জুলাই সোমবার সকালে পাহাড়ি বাঙালি সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৫ বছরের অধিক সময় ধরে পার্বত্য চট্টগ্রাম থেকে একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ের হতদরিদ্র অসচেতন ও অশিক্ষিত পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অসহায় মেয়েদের চীনসহ বিভিন্ন দেশে পাচার করে আসছে।
বিভিন্ন গণমাধ্যমের কারণে সেটি এখন প্রকাশ পেয়েছে। পাচার হওয়া নারীরা হুমকির মুখে পড়েছে। পাহাড় থেকে নারী পাচার চক্র এটি এখনই রোধ করতে হবে। এখনই এ পাচারকারীদের রোধ করা না গেলে পার্বত্য চট্টগ্রাম বড় সংকটের মুখে পড়বে। এ সকল ঘটনায় এখনো বড় বড় মাফিয়া চক্রের সদস্য ধরা পড়েনি। তাদের ধরে এ জঘন্য কাজ যারা করছে তাদের শিকড় নির্মূল করতে হবে। না হলে এরা আবার মাথা গজিয়ে উঠবে বলেও মন্তব্য করেছেন বক্তারা।
শিক্ষাবিদ শিশির চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সিএইচটি উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়ক আইনজীবী সুস্মিতা চাকমা, শিক্ষক আনন্দ জ্যোতি চাকমা, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী আইনজীবী পারভীন আক্তার, সমাজকর্মী প্রীতিময় চাকমা ও নবাশীষ চাকমা। মানববন্ধন সঞ্চালনা করেন মুকুল কান্তি ত্রিপুরা ও কেয়া চাকমা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available