পাথরঘাটা (প্রতিনিধি) বরগুনা: বরগুনার পাথরঘাটায় ‘এফবি আরএস-২’ নামের এক ট্রলার সাগর থেকে ফিরেছে ৩৯ মণ ইলিশ নিয়ে ।
২৩ আগস্ট বুধবার ইলিশভর্তি ট্রলারটি ভিড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণকেন্দ্র পাথরঘাটায়। এরপর ইলিশগুলো নিলামে ১৬ লাখ টাকায় বিক্রি করে জেলেরা।
ট্রলারটির মালিক বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বন্দর এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন।
ট্রলার মালিক বলেন, আমার ট্রলারটি নিয়ে ১১ জন জেলে সাগরে গিয়েছিলেন। তারা বিভিন্ন সাইজের ৩৯ মণ ইলিশ ধরেছেন। একসঙ্গে এতো মাছ আমার ট্রলারে আর কোনোদিন ধরা পড়েনি। এরমাধ্যমে আমি ক্ষতি কাটিয়ে উঠতে পারব। আর জেলেরাও লাভবান হবেন।
ট্রলারের মাঝি মো. মনির বলেন, পাথরঘাটা থেকে পূর্বদিকে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করেছি গত পাঁচ দিন। এসময় আমাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। প্রতিটি ইলিশের ওজন ৮০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত। মাছগুলো বড়, তাই বেশি টাকায় বিক্রি করতে পেরেছি। আগামী দুই দিনের মধ্যে আবার সাগরে যাব ইলিশ মাছ শিকারের উদ্দেশ্যে।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ৬৫ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকার পর প্রতিটি ট্রলার কম বেশি ইলিশ পাচ্ছে। গত বছরের তুলনায় এবার সাগরে অনেক বেশি মাছ ধরা পড়ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available