• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩৮:৩৬ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩৮:৩৬ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

সাইন্সল্যাবে পুলিশকে পানি-বিস্কুট খাওয়ালেন আন্দোলনকারীরা

৩ আগস্ট ২০২৪ দুপুর ০২:৫৬:১৮

সাইন্সল্যাবে পুলিশকে পানি-বিস্কুট খাওয়ালেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক: বেলা ১২টায় রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে সরকার বিরোধী নানা স্লোগান দিচ্ছিলেন। অদূরেই বাইতুল মামূর মসজিদের মার্কেটের সামনে পুলিশ সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন।

দুপুর ১২টা ৪০ মিনিটে কয়েকজন আন্দোলনকারী পানি আর বিস্কুট নিয়ে পুলিশের মাঝে বিতরণ করে। এ সময় পুলিশের অধিকাংশ সদস্য স্মিতহাস্যে পানি ও বিস্কুট গ্রহণ করেন। সৃষ্টি হয় এক আবেগঘন পরিস্থিতির। উপস্থিত পুলিশ সদস্যদের অনেকেই এই সময় আন্দোলনকারীদের সঙ্গে বুক মেলান।

শিক্ষার্থীদের মধ্য থেকে রায়হান নামের একজন সংবাদ মাধ্যমকে বলেন, এখানে যেসব পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন তারা আমাদের অভিভাবকের মতো। আমরা বিশ্বাস করি তারা আমাদের নিরাপত্তার জন্যই এখানে দাঁড়িয়েছেন। তাই তাদের জন্য আমাদের সামর্থ্যের মধ্যে সামান্য নাস্তার ব্যবস্থা করেছি।

রাফি নামের আরেক আন্দোলনকারী বলেন, পুলিশের সঙ্গে আমাদের কোন বিরোধী নেই। তারা আদেশ-নির্দেশ পালন করেন। এই গরমে তাদের পানির কষ্ট যেন না হয়, সেই বিবেচনায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দুপুর একটা সময় সাইন্সল্যাব মোড় থেকে মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও ধানমন্ডি সাত রাস্তার দিকে যান চলাচল কমতে শুরু করেছে।

এর আগে সকাল থেকেই সায়েন্স ল্যাব এলাকায় রমনার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদের নেতৃত্বে পুলিশ অবস্থান করছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বল প্রয়োগ করা হবে না বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নিয়োগ দিচ্ছে স্যামসাং, কর্মস্থল ঢাকায়
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৫


নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন করুন দ্রুত
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৫৭



এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে সিটি গ্রুপ
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২০:৩০