পাবিপ্রবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) রসায়ন বিভাগের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ৫ জুন বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে আনন্দ র্যালি, কেক কাটা, গাছের চারা রোপণসহ নানাবিধ আয়োজন করা হয়।
এ উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচর্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ, রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পাল, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, রসায়ন বিভাগের অন্যান্য সকল শিক্ষক মন্ডলী, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।
আরো উপস্থিত ছিলেন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, সকল শিক্ষার্থী। কেক কাটা শেষে লাইব্রেরি ভবনের সামনে গাছ লাগানোর মাধ্যমে শেষ হয় এই আয়োজন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ বলেন, আজকের এই শুভ দিনে, আমাদের রসায়ন বিভাগের সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই। আমি আশা করি, আমরা সবাই মিলে একসাথে কাজ করে আমাদের বিভাগের অগ্রযাত্রা অব্যাহত রাখবো এবং নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবো। এই বিশেষ দিনে আমি আমাদের সকল শিক্ষক, শিক্ষার্থী, এবং কর্মকর্তা-কর্মচারীদের আরও একবার ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available