পাবিপ্রবি প্রতিনিধি: মৌসুমী ফল নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে। দেশীয় দশ প্রজাতির ফল নিয়ে উৎসবটির আয়োজন করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
১৩ জুলাই শনিবার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের নিয়ে এই উৎসব উদযাপন করে পাবিপ্রবি প্রেসক্লাব।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম মোস্তফা কামাল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য অধ্যাপক ড. কে.এম. সালাহ উদ্দিন।
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খান বলেন, 'বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের এই ধরনের একটি আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দিত। চারদিকে দীর্ঘদিন ধরে যে অস্থির এক পরিবেশ বিরাজ করছে সেই পরিবেশের মধ্যে আজ বিশ্ববিদ্যালয়ে একটি আনন্দঘন উৎসবমুখর পরিবেশ দেখতে পারছি। আশা করি, আগামী দিনেও এমন সুন্দর আয়োজন চালিয়ে যাবে।'
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে.এম. সালাহ উদ্দিন বলেন, 'আজকে আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের ফল উৎসব পালিত হচ্ছে। এখানে দেশীয় ফল দেখতে পাচ্ছি, যেগুলো সাংবাদিকরা প্রান্তিক মানুষদের কাছ থেকে সংগ্রহ করেছেন বলে জেনেছি। এটা শুনে আমি অনেক খুশি হয়েছি। সাংবাদিকরা যে এদেশের সাধারণ মানুষের সাথে আছে এটা তার প্রমাণ। এ জন্য আমি প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।'
অনুষ্ঠান সভাপতির বক্তব্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, 'আজকের এই ফল উৎসবে আমরা সবাইকে পেয়ে আনন্দিত। আজকের অনুষ্ঠানের অতিথি, শিক্ষক, কর্মকর্তা সহসকলের ব্যস্ততার পরেও সবাইকে আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ।'
অনুষ্ঠানে এ ছাড়াও বক্তব্য দেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো. হাবিবুল্লাহ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available