• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫৭:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫৭:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে রাঙামাটিতে সংবর্ধনা

১ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:১০:১৯

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে রাঙামাটিতে সংবর্ধনা

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে পার্বত্য জেলা রাঙামাটিতে সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন।

১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের পৌর চত্বর মাঠে রাঙামাটি জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মো শাওয়াল উদ্দিন,  সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময়, প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বিগত সময়ে পার্বত্য এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ থেকে শুরু করে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সবকিছু করা হয়েছে।  যেসমস্ত কাজ এখনো সমাপ্ত হয়নি তা সমাপ্ত করা হবে।

বঙ্গবন্ধুর যে স্বপ্ন তা ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আগে আরও অনেকেই সরকার গঠন করেছে, কিন্তু দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় চলমান সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করে শান্তি ফিরাতে পারেনি। একমাত্র আওয়ামী লীগ সরকারের সৎ সাহসিকতা ও রাজনৈতিক দূরদর্শিতার কারণে এই পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে পেরেছে।

প্রধান অতিথি বলেন,  আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশকে  স্মার্ট বাংলাদেশে পরিণত করা হবে। আর এটাই হল আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩