বরিশাল ব্যুরো: বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে সেবা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৬ জানুয়ারি মঙ্গলবার বরিশালে থাকা দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের সত্যতা পান। এ বিষয়ে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালককে জানালে তিনি অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবেন বলে দুদক টিমকে আশ্বস্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available