• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৫৪:৪৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৫৪:৪৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

মোংলায় চুরি-ডাকাতি রোধে রাতভর পাহারা দিচ্ছেন এলাকাবাসী

১৩ আগস্ট ২০২৪ সকাল ০৯:২৫:১১

মোংলায় চুরি-ডাকাতি রোধে রাতভর পাহারা দিচ্ছেন এলাকাবাসী

বাগেরহাট প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতিতে চুরি-ডাকাতি রোধে মোংলার মিঠাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দওেরমেঠ এলাকায় রাতভর পাহারা দিচ্ছেন স্থানীয় এলাকাবাসী। পুলিশ না থাকায় দেশের বিভিন্ন জায়গায় লুটপাট ও ডাকাতির মতো অপরাধ কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। তবে কিছু সংখ্যক জায়গায় লুটপাঠ ও ডাকাতির খবর শুনে জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে।

তাই কোনো কোনো এলাকাতে ডাকাতি না হওয়া সত্বেও আতঙ্কগ্রস্থ হয়ে আছে সাধারণ  মানুষ। তবে এ আতঙ্ক থেকে রেহাই পেতে স্ব-উদ্যোগেই গড়ে উঠছে নিরাপত্তা ব্যবস্থা। এলাকাবাসীদের নিয়েই গড়ে তুলেছে এ নিরাপত্তা বাহিনী, আবার কোনো কোনো জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন গ্রুপ থেকেই গড়ে উঠছে স্বেচ্ছাসেবক দল।

১২ আগস্ট সোমবার রাতে সরেজমিন ঘুরে দেখা যায়, অন্তত ১০টি নিরাপত্তা দল বিভিন্ন এলাকার পয়েন্টে পয়েন্টে পাহারায় রয়েছে। প্রত্যের দলে ৫ থেকে ২০ জন সদস্য রয়েছে। তারা নিজেরা নির্ঘুম রাত কাটিয়ে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করছেন। পাহারার সময় তারা হাতে লাঠি ও বাঁশি নিয়ে ঘুরছেন।

নিরাপত্তা দলের অন্যতম সদস্য ধীমান মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়ি এই এলাকায়। প্রত্যেক বাড়ি থেকে একজন করে নিয়ে আমরা নিরাপত্তা দল গঠন করেছি এবং রাতভর পাহারা দিব। এলাকায় এ সপ্তাহে কোথাও কোন ডাকাতি হয়নি। একটি ভ্যান গাড়ি চুরি হয়েছিলো, তবে ভ্যান গাড়িসহ চোরকে আটক করা হয়েছে।

এ বিষয়ে নিরাপত্ত দলের অরুপ চৌধুরী নামের আরেক সদস্য বলেন, আমাদের এই উদ্যোগ একটি  অগ্রীম সতর্কতা হিসেবে আমরা নিরাপত্তার দল টহল দিচ্ছি। শুধু আমাদের  এলাকায় নয়, সকল এলাকায় এর থেকে বেশি নিরাপত্তা দল গঠন করা হয়েছে। এতে মানুষের মনে কিছুটা হলেও আতঙ্ক কাটছে আশা করি।  

এ বিষয়ে নিরাপত্তা দলের অপুর্ব চৌধুরী, অনুপ মন্ডল ও লিটন মন্ডলসহ অনেক  সদস্যরা বলেন, প্রত্যেকেটি দোকানে কম করে হলেও ১ লাখ টাকার থেকে বেশি টাকার মালামাল রয়েছে। প্রতিটি বাড়িতে অনেক কিছু রয়েছে, তাই জান-মাল রক্ষাতে আমরা এই নিরাপত্তা দল গঠন করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৪:৫২