• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৯:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৯:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টানা বর্ষণে নাকাল রাঙামাটির জনজীবন

৯ আগস্ট ২০২৩ সকাল ০৭:৪৮:৪৩

টানা বর্ষণে নাকাল রাঙামাটির জনজীবন

রাঙামাটি প্রতিনিধি: কয়েকদিনের টানা বৃষ্টিতে রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রাঙামাটি সিভিল সার্জন বাংলো এলাকায়  ৪টি বাড়িসহ পাহাড় ধ্সে পড়ে। এতে বাড়ির সদস্যরা ঘরে আটকে পড়ে। পরে পুলিশের ২টি রেসকিউ টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটকা পড়া লোকজনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসেন। এ ছাড়া ওই এলাকায় ঝুঁকিতে থাকা আরো ৬টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

এদিকে টানা ভারী বর্ষণে সীমান্তের ওপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল, রাজস্থলী ও বিলাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লবিত হচ্ছে। আর সড়কের বেশ কয়েকটি স্থানে রাস্তার উপর মাটি ধসে পড়ে এবং গাছ উপড়ে পরে যান চলাচলে বিঘ্ন ঘটে। প্রশাসনের তদারকিতে দ্রুত সময়ের মধ্যে এসব মাটি ও গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। উপজেলাগুলোতে জরুরি ভিত্তিতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রিতদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটির বিভিন্ন উপজেলা প্রশাসনকে নিদের্শনা দেয়া হয়েছে, পাহাড়ি ঢলের কারণে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস, আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্বাস্থ্য বিভাগকে সার্বক্ষণিক প্রস্তুত রাখতে। বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্র নিয়ে যেতে কাজ করছে প্রশাসন।

২০১৭ সালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগে থেকেই রাঙামাটি জেলা প্রশাসনের তৎপর থাকায় জানমালের ক্ষতি কম হয়েছে।

এই দূর্যোগপূর্ণ মুহুর্তে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩