• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪০:২৬ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪০:২৬ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

গবির শিক্ষক শামীমা আক্তারের পিএইচডি ডিগ্রি অর্জন

২৬ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১০:১১

গবির শিক্ষক শামীমা আক্তারের পিএইচডি ডিগ্রি অর্জন

গবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে হেলথ ইকোনমিকসের উপর ডক্টরেট অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি লাভ করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) অর্থনীতি বিভাগের প্রভাষক ড. শামীমা আক্তার। গত ২৩ মে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট অধিবেশনে এই ডিগ্রি প্রদান করা হয়।

সম্প্রতি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈকত আলী-এর তত্ত্বাবধানে ‘The burden of illness of the cervical cancer treatment protocol in Bangladesh’ এই গবেষণাকর্মটি সম্পন্ন করেন। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে তার এ ডিগ্রির প্রক্রিয়া শুরু হয়।

তিনি জামালপুর জেলার মেলানদহ উপজেলার সন্তান। তিনি ময়মনসিংহের হাজরাবাড়ি গার্লস স্কুল থেকে মাধ্যমিক ও মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে। এরপর তিনি শাহ্ জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে স্নাতক এবং ২০০৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এ বিষয়ে ড. শামীমা আক্তার বলেন, ‘অনেক সংগ্রামের পর এই অর্জন। আমি এবং আমার পরিবার খুবই আনন্দিত। আমি মূলত দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ক্যান্সার রোগীদের চিকিৎসাখাতে সরাসরি চিকিৎসা খরচ ছাড়াও অন্যান্য যেসব খরচ নিয়ে ভোগান্তি পোহাতে হয়, সে বিষয়ের উপর গবেষণা করেছি। এই গবেষণাপত্র সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি আশাবাদী।’

উল্লেখ্য, তিনি ২০১১ সালের এপ্রিলে গণ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১