• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৫:১১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৫:১১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উজিরপুরে পিটিয়ে বৃদ্ধার হাত ভেঙ্গে দিয়েছেন মহিলা মেম্বার

১৯ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৩৩:১০

উজিরপুরে পিটিয়ে বৃদ্ধার হাত ভেঙ্গে দিয়েছেন মহিলা মেম্বার

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার হারতায় ৭০ বছরের বৃদ্ধাকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছেন সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার অঞ্জনা রানী বাড়ৈ ও তার স্বামী সন্ত্রাসী প্রমানন্দ বাড়ৈসহ ১০/১২ জন ।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে যানা জায়, গত ১৭ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৮টায় রঞ্জন মজুমদার তার অসুস্থ কাকা শুকলাল মজুমদারের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা নিয়া হারতার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ভাঙ্গা ব্রিজের কাছে পৌঁছা মাত্র পূর্ব পরিকল্পিতভাবে মহিলা মেম্বার অঞ্জনা রানী বাড়ৈ ও তার স্বামী প্রমানন্দ বাড়ৈ, তার ছেলে রতন বাড়ৈ, মানিক বাড়ৈ, উজ্জ্বল বাড়ৈ, গীতা রানী, বাতাসী বাড়ৈ মিলে রঞ্জন মজুমদারের উপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে অনিল মজুমদার এগিয়ে এলে তাকেও আক্রমণ করে খালের মধ্যে ফেলে দেয়া হয়। ৭০ বছরের বৃদ্ধা লক্ষী রাণী মজুমদার এগিয়ে এলে তাকে পিটিয়ে হাত ভেঙ্গে দেন মহিলা মেম্বার ও তার স্বামী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানায় রঞ্জন মজুমদার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, মহিলা মেম্বার অঞ্জনা রানী একজন দস্যু প্রকৃতির লোক। তার ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না।

অভিযুক্ত অঞ্জনা রানী জানান আমরা কোনো হামলা চালাইনি। কে হাত ভেঙ্গেছে, তাও জানি না।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩