লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জোরপূর্বক এক মাদ্রাসা ছাত্রীকে (পালিত কন্যা) ধর্ষণের অভিযোগে পালক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ এপ্রিল বুধবার রাতে তাকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে ওই ছাত্রীর আপন ফুফু বাদী হয়ে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতার হারুন টুমচর গ্রামের মৃত তরিক উল্যাহর ছেলে ও পেশায় অটোরিকশা চালক।
মামলা সূত্রে জানা যায়, মেয়েটির বয়স যখন ৩ বছর ছিল, তখন তার মা মারা যায়। পরে হারুন ও তার স্ত্রী মেয়েটিকে পালক নেয়। মেয়েটির বয়স যখন ৮ বছর, তখন তার পালক মাও মারা যায়। পরে হারুন দ্বিতীয় বিয়ে করলে মেয়েটিকে ঠিকমতো দেখাশোনা করতো না। এতে তার আপন ফুফু তাকে পৌর শহরের আল হুদা মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেন। সেখানে থেকেই সে পড়ালেখা করছিল মেয়েটি। গত ২৩ মার্চ ঈদ উপলক্ষে মাদ্রাসা বন্ধ দেয়। ওইদিন সকালে হারুন মেয়েটিকে বাড়িতে নিয়ে যান। একই দিন বিকেলে মেয়েটিকে ঘরে তিনি জোরপূর্বক ধর্ষণ করেন। এর আগেও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে বলে পরিবার ও পুলিশ জানায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোনাফ বলেন, আসামি হারুনের স্বীকারোক্তি থেকে জানা যায় দীর্ঘদিন তার পালক মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে আসছেন। মেয়ের আপন ফুফু বাদী হয়ে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available