নিজস্ব প্রতিবেদক: ব্যবসা সম্প্রসারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে রাজধানীর অভিজাত পাঁচ তারকা হোটেল ‘লা মেরিডিয়ান’ স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রির নিলাম সফলভাবে সম্পন্ন হয়েছে। নিলামে কোম্পানিটির শেয়ারের মূল্য নির্ধারিত হয়েছে ৩৫ টাকা।
জানা গেছে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটির বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।
২০০৬ সালে যাত্রা শুরু করা বেস্ট হোল্ডিংসের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ২০০৯ সালে। পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ঢাকার স্বত্বাধিকারী হিসেবে পরিচিত লাভ করলেও কোম্পানির মালিকানায় আরও কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। এগুলো হচ্ছে- এলএম রেসিডেন্স বসুন্ধরা, ম্যারিয়ট ভালুকা, ম্যারিয়ট কমার্শিয়াল কমপ্লেক্স, লাক্সারি কালেকশন ভালুকা, লাক্সারি ভিলা ভালুকা এবং ধামশুর ইকোনোমিক জোন। এর বাইরে কৃষি খাতেও বিনিয়োগ রয়েছে কোম্পানিটির। কোম্পানিটি নোয়াখালী ও ভালুকায় পোল্ট্রি, ডেইরি, ফিশারিজ, লাইভস্টক খামার পরিচালনা করছে।
বেস্ট হোল্ডিংসের দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে; এগুলো হচ্ছে-আইকনএক্স হোটেলস লিঃ ও ধামশুর ইকোনমিক জোন লিঃ। দুটি কোম্পানিরই ৫১ শতাংশ করে শেয়ার ধারণ করছে বেস্ট হোল্ডিংস।
আইপিওর প্রসপেক্টাস অনুসারে, সর্বশেষ অর্থ বছরে (২০২২-২৩) বেস্ট হোল্ডিংস লিমিটেড ১১৪ কোটি ৪৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। কোম্পানিতে রিটেইন্ড আর্নিংস বা অবণ্টিত মুনাফা আছে ৪১৮ কোটি ৪৬ লাখ টাকা।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমেদ জানান, এই প্রতিষ্ঠানটি করোনার সময়ও লাভজনক অবস্থানে ছিল।
হোটেল রেভিনিউর কারণে আয় বেশি হচ্ছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available