• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২৯:৩৬ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২৯:৩৬ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বেগমগঞ্জে আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার

২১ জুন ২০২৪ বিকাল ০৪:০৩:৫৪

বেগমগঞ্জে আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার বেগমগঞ্জ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২০ জুন বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।

২১ জুন শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতার আসামিদের (জুয়াড়ি) নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম।

গ্রেপ্তাররা হলো- উপজেলার গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজ্জাকপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), একই গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে নুর আলম (৪৩), তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন খোপ্পা (২৮), আব্দুস সাত্তারের ছেলে মো. সোহেল (৩০), মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ রহিম (৩৪) ও মৃত আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান (৪০)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকানে জুয়ার আসরে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে ৬ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় ১ বান্ডেল তাস ও নগদ ২ হাজার ৯২০ টাকা জব্দ করে পুলিশ।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। এলাকায় মাদক, জুয়া ও অপরাধাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নিয়োগ দিচ্ছে স্যামসাং, কর্মস্থল ঢাকায়
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৫


নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন করুন দ্রুত
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৫৭



এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে সিটি গ্রুপ
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২০:৩০