কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বেগুন পরিবহনের পিকআপ গাড়ি তল্লাশি করে আড়াই কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই জনকে আটক করা হয়।
২২ ফেব্রুয়ারি শনিবার ভোরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্চরভাঙ্গা এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, গাড়ি চালককে সহকারী কুড়িগ্রাম রাজারহাট বেগমপুর এলাকার মো. নূরনবী (১৯) ও ভুরুঙ্গামারী ছিট পাইকের ছড়া এলাকার মো. রাজু আহমেদ (২২)।
কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল জানান, তাদের কাছে তথ্য আসে বিপুল পরিমাণ মাদক একটি গাড়িতে পরিবহণ করে নিয়ে যাওয়া হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে এস আই সাহানুর আলম সঙ্গীও ফোর্স পাঞ্চরভাঙ্গা এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়ক চেকপোস্ট বসিয়ে মাদক অভিযান পরিচালনা করে।
ভোর চারটার দিকে মহাসড়কে বেগুন বোঝাই ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাড়ির চালকের সহকারীসহ দুইজনকে আটক করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর নজরুল ইসলাম (৪০) পালিয়ে যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available