নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বিএনপি, জামায়াতে নেতাকর্মী ও পুলিশ মধ্যে সংঘর্ষে ৩ পুলিশ আহত ও রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ ৬০ জনকে আটক করেছে পুলিশ। আজ সকালে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ হলেন, সদর মডেল থানার এসআই নাজমুল, এসআই জয় বনিক ও কনস্টেবল মশিউর রহমান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিএনপি মহাসমাবেশকে ঘিরে সকালে স্টেশনে জড় হতে থাকে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ করে। চারদিক থেকে পাথর নিক্ষেপ করে, এতে রেল স্টেশন আসা যাত্রীরাও আহত হয়। এসময় তাদের প্রতিহত করতে ৩৫ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
তিনি আরও বলেন, জামায়াত-বিএনপির ছোঁড়া ককটেল ও পাথরের আঘাতে আমাদের ৩ জন পুলিশ সদস্য গুরুত্ব আহত হয়েছে। তাদের নরসিংদী হাসপাতালে পাঠানো হয়েছে। স্টেশন থেকে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ ৬০ জনকে আটক করা হয়েছে। স্টেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available