যশোর প্রতিনিধি: যশোরের সদর উপজেলায় এশিয়ান টিভির জেলা প্রতিনিধির বাড়িতে চুরির ঘটনার ১৩ দিন পার হলেও মামলা গ্রহণ করেনি কোতোয়ালি মডেল থানা পুলিশ। ৯ তারিখ দিবাগত রাতে সদর উপজেলার ১২নং ফতেহপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সিতারামপুর গ্রামের বাসিন্দা জেলা যুবদলের সহ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের বাড়িতে রাত ৩টার দিকে চুরি সংঘটিত হয়।
নাসির উদ্দীন নাসির জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দেওয়াল বেয়ে ছাদে উঠে সিঁড়ি ঘর দিয়ে দরজা কৌশলে ছিটকানি ভেঙে বাড়িতে প্রবেশ করে সোনার দুইটি চেন ও দুই জোড়া কানেরতা, অপ্পো এ-১৫ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ নগদ ৫৬ হাজার টাকা আলমারি ভেঙে চুরি করে। মালামালসহ পালিয়ে যাওয়ার সময় দরজার শব্দ ও কুকুরের ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। অতঃপর আমি ও আমার পরিবারবর্গ ডাক চিৎকার করলে চোরেরা দেীড়ে পালিয়ে যায়। এমতাবস্থায় আমি যশোর কোতোয়ালি মডেল থানাতে অভিযোগ দায়ের করলে ওসি আব্দুর রাজ্জাক চানা পাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর সাহেবকে তদন্ত ভার প্রদান করেন।
এরপর যশোর চান পাড়া পুলিশ ফাড়ির আইসি লুৎফর সাহেবের সাথে তার মুঠোফোন ০১৭১৬-০৬৩৭৪৫ এই নাম্বারে ভুক্তভোগী নাসির উদ্দিন যোগাযোগ করলে তিনি থানাতে অপেক্ষা করতে বলেন। নাসির উদ্দিন জানান, তিনি ঘণ্টা থানাতে অপেক্ষা করেও দেখা পাননি আইসি লুৎফার সাহেবের।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, ওই আইসিকে ১০ তারিখ আবার মোবাইল কল করলে তিনি জানান, বিকালে কোতোয়ালি থানাতে তিনি দেখা করবেন, কিন্তু তিনি ২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর সন্ধ্যা ৭ টায় নীলগঞ্জ মোড় হতে আমাকে ফোন দিয়ে ডাকেন। তখন আমি নীলগঞ্জ মোড়ে এসে তার সাথে দেখা করি, সে আমাকে সাথে করে নিয়ে আমার বাড়িতে আসেন এবং পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ফিরে যাবার সময় জানান, আমি ডিএসবিতে কাজ করছি, আমি ক্রাইম জোনে কাজ করি নাই। আমি পটুয়াখালী থেকে সবে মাত্র এসেছি এবং আমার পরিবারবর্গ ঢাকাতে থাকে আমি ঢাকাতে ট্রান্সফার হবো। অ্যাবস অভিযোগ আমার ভালো লাগে না বলে তিনি চলে যান।
এবিষয়ে ওসি তদন্ত কাজি বাবুল সাহেবের কাছে জানালে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক সাহেবের নিকট নিয়ে যান। ওসি সাহেব আমার এজাহারের কপি দেখে তার কাছে রেখে দেন এবং জানান এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি।
তিনি আরও জানান, ১২ তারিখ এস আই ইমরান সাহেব আমার সাথে দেখা করার জন্য আমার মুঠোফোন কল দেন এবং আমার সাথে নীলগঞ্জ মোড়ে দেখা করার কথা বলেন। আমি দেখা করে তাকে চুরির সার্বিক ঘটনা খুলে বলি। এসআই ইমরান জানান, তদন্তের স্বার্থে আমি আগামীকাল ১৩ তারিখ আপনার বাসায় ঘটনাস্থল পরিদর্শন করব। কিন্তু তারপর ঘটনাস্থলে এসআই ইমরান পরিদর্শন করতে আসেননি।
এমতাবস্থায় নিরুপায় হয়ে আমি যশোর কোতোয়ালি থানা ওসির সাথে দেখা করার জন্য ২১ তারিখ রাতে যাই। সমস্ত বিষয় খুলে বললে, তিনি আশ্বস্ত করেন আগামীকালকে ঘটনাস্থলে পুলিশ যাবেন, কিন্তু এখনো পর্যন্ত কোন পদের সদস্য ঘটনাস্থলে আসেনি এবং আমার মামলাটির রেকর্ড হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available