নিজস্ব প্রতিবেদক: ২১ অক্টোবর ২০২৪ গাজীপুর ট্র্যাফিক পুলিশের আয়োজনে ট্র্যাফিক সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে। এ আয়োজনের মূল লক্ষ্য ছিলো সড়ক পরিবহণ আইন ২০১৮ এর সঠিক বাস্তবায়ন এবং সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করা।
ট্র্যাফিক সপ্তাহ উপলক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকার ঢাকা বাইপাস সড়কে ট্র্যাফিক সচেতনতা অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের প্রধান ইব্রাহীম খান।
এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের প্রধান ইব্রাহীম খান সড়ক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং সড়ক পরিবহণ আইন ২০১৮ মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন। তিনি সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতার ওপর জোর দেন। এছাড়া সড়কে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিবিসি চ্যানেলের পরিচালক, উদ্যোক্তা ও সমাজসেবক সালাউদ্দিন চৌধুরি ও মাকসুদা চৌধুরি মিশা। এসময় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে চালকদের মাঝে ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available