• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৯:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৯:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ক্ষেতলালে বেতনের টাকায় কম্বল বিতরণ করলেন পুলিশ সদস্যরা

২৪ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:২৩:২০

ক্ষেতলালে বেতনের টাকায় কম্বল বিতরণ করলেন পুলিশ সদস্যরা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে এক দিনের বেতনের টাকা দিয়ে কম্বল কিনে উপজেলার ১৫০ জন এতিম ও দুস্থ শীতার্ত মানুষের হাতে তুলে দিয়েছেন থানা পুলিশের সদস্যরা।

২৩ জানুয়ারি মঙ্গলবার রাতে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা মাড়িয়ে থানা পুলিশের সদস্যরা এতিমখানা, মাদ্রাসা এবং রাস্তার পাশের ঝুঁপড়ি ঘরের থাকা দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করে।

উপজেলার পুঠিমারি, বড়তারা, তারাকুল, চৌমুহনী ধনতলাসহ বেশ কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছে এতিম শিশুদের ডেকে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন তারা। কম্বল পেয়ে অত্যন্ত খুশি এতিম শিশুসহ মাদ্রাসার শিক্ষকরা । এছাড়াও থানার বিভিন্ন বিট এলাকার দুস্থ ও ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন স্ব-স্ব বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।

থানা পুলিশের এসআই নূর আমিন রনি বলেন, থানা পুলিশের সকলে ১ দিনের বেতনের টাকা দিয়ে কম্বল কিনে রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ছাড়াও রাস্তার ছিন্নমূল নারী-পুরুষসহ শীতে কাঁপতে থাকা মানুষের মাঝে রাস্তায় ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিজেদের বেতনের টাকায় কেনা কম্বল এতিম ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে বিতরণ করতে পেরে খুব ভালো লাগছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩