ঠাকুরগাঁও প্রতিনিধি: বিগত ৮ মাসে ২৩৩টি হারানো মোবাইল ফোন উদ্ধারসহ ১৭৭টি মাদক দ্রব্য ভাঙ্গ-এর গাছ উদ্ধার এবং মাদক মামলায় মোট ৮৩৫ জন আসামিকে গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ বুধবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিষয়ে ব্রিফিং করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
তিনি বলেন, বিগত ৮ মাসে গ্রেফতারি পরোয়ানা মামলা নিষ্পত্তি করা হয়েছে ৩৪১৪টি, অপহরণ ও নিখোঁজ উদ্ধার করা হয়েছে ১৬০ জন। এছাড়াও ৪৮ হাজার ১৭৫ পিস ইয়াবা, ৮৮৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৩৯৯ বোতল ফেনসিডিল, ৭৩. ৩২ গ্রাম হিরোইন, ৩৩ বোতল বিদেশি মদ, ৪৮ হাজার ৪৭৪ লিটার চোলাই মদসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য জব্দ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ ওয়াহিদ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available