টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেছেন, আমি টাঙ্গাইলের একজন মানুষ হিসেবে আপনাদের মাঝে থেকে কাজ করতে চাই। সকল ভালো কাজে আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই একটি পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ টাঙ্গাইল গড়ে তুলতে পারবো।
১ সেপ্টেম্বর রোববার বিকেলে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্টস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, দেশের পুলিশ বাহিনী বর্তমানে একটি ক্রান্তিকাল পার করছেন। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের মনোবল সস্পূর্ণভাবে ফিরিয়ে আনতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি জনগণের সহযোগিতারও প্রয়োজন রয়েছে। গত ৫ আগস্ট পর্যন্ত টাঙ্গাইলে পুলিশের পাশে দাঁড়িয়ে জেলার সাংবাদিকরা যে উদাহরণ সৃষ্টি করেছে তা পুলিশ বাহিনী মনে রাখবে বলেও জানান তিনি।
এ সময় টাঙ্গাইলের মানুষ খুবই শান্তিপ্রিয়। জেলার আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কাজ করার আগ্রহের কথা ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
উল্লেখ্য, তিনি ২৭তম বিসিএস এর মাধ্যমে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাকরিকালীন তিনি এপিবিএন, র্যাব এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে তার বিশেষ অবদানের জন্য তিনি বিপিএম পুরস্কারে ভূষিত হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available