• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:৪৮:৪১ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:৪৮:৪১ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিজয়স্তম্ভে নারায়ণগঞ্জ ডিসি ও এসপির পুষ্পস্তবক অর্পণ

১৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০৩:৫৩

বিজয়স্তম্ভে নারায়ণগঞ্জ ডিসি ও এসপির পুষ্পস্তবক অর্পণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নানা আয়োজন মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর সোমবার সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চাষাড়ায় নারায়ণগঞ্জ বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।

সকাল সাড়ে ৬টায় তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের প্রথম সূচনা হয়। পরে পুষ্পস্তবক অর্পণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমুখ।

একই সাথে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে শ্রদ্ধা জানান জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। এ সময় নারায়ণগঞ্জ পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল)সহ জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নৌ পুলিশ ও ট্রাফিক পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭