লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: পার্বত্য জেলার রাঙ্গামাটির লংগদুতে রেডলেডি পেঁপে চাষে ভাগ্য বদলে যাচ্ছে স্থানীয় পেঁপে চাষীদের। ২০১৮ সালের দিকে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ শুরু করে লংগদু উপজেলার বেশ কয়েকজন কৃষক। তাদের ফলন এবং বাণিজ্যিক সফলতা দেখে এখন অনেকেই পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়েছে।
এবছর উপজেলার বগাচতর ইউনিয়নের নাছির উদ্দীনের পেঁপে বাগানে মিলেছে সফলতা। বাগান ভর্তি ফল আর ফুলে মনোমুগ্ধকর হয়ে উঠেছে বাগানটি। মাত্র ৪ শত রেডলেডি পেঁপের চারা রোপন করে ১০ থেকে ১৫ লক্ষ টাকা লাভবান হবে বলে আশা করছেন তিনি।
স্থানীয়রা অনেকেই তার এই সফলতা দেখে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন, যার ফলে এলাকায় বেকারত্বের হার কমবে এবং দেশে পেঁপের চাহিদা মিটবে বলে মনে করছেন সচেতন মহল।
বর্তমানে পেঁপে চাষে লংগদু উপজেলা শীর্ষে রয়েছে। এবছরও উপজেলার প্রায় ৩০ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। এছাড়াও কৃষকদের কৃষি ঋণ প্রনোদনা দেওয়ার ব্যাপারে সহযোগীতা করবেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available