রংপুর ব্যুরো: ভারত রফতানি বন্ধ করে দেয়ায় একরাতের ব্যবধানে দেশের বাজারে পেঁয়াজ দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অযৌক্তিক এ মূল্যবৃদ্ধি ঠেকাতে রংপুর সিটি কাঁচা বাজারে অভিযানে নামে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযানকালে পাকা রশিদের সঙ্গে এলসি পেঁয়াজের মূল্যের সামঞ্জস্য না থাকায় ভোক্তা অধিদফতরের হ্যান্ড মাইকে ১৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির ঘোষণা দেয়।
১০ ডিসেম্বর রোববার এ অভিযান পরিচালনা করা হয়।
ক্রেতারা জানান, ব্যবসায়ীরা এক জোট হয়ে দোকানগুলোতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। তবে ভোক্তা অধিদফতর যদি নিয়মিত অভিযান পরিচালনা করে, তাহলে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পেঁয়াজ কিনতে পারবে।
এ বিষয়ে ১১ ডিসেম্বর সোমবার সকালে ভোক্তা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক আজহারুল ইসলাম জানান, কোন কারণ ছাড়াই পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়ায় ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে দ্রুত মাঠে নামে রংপুর ভোক্তা অধিদফতর।
তিনি বলেন, হঠাৎ এ অভিযান দেখে অনেক বিক্রেতা দোকান ফেলে পালিয়েও যান। এসময় মাইকিং করে ১৫০ টাকা কেজি দরে ক্রেতাদের কাছে পেঁয়াজগুলো বিক্রি করা হয়েছে। এরপর বিভিন্ন দোকানে অভিযান পরিচালনাকালে কম দামে কেনা পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করে দেয়া হয়। এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আজহারুল ইসলাম আরও জানান, দোকান মালিকরা যাতে কোন ধরনের সিন্ডিকেট না করতে পারে, সে লক্ষ্যে ভোক্তা অধিদফতর নিয়মিত কাজ করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available