পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলে অবাধে নিষিদ্ধ চায়না দুয়ারি, বেড়, কারেন্ট ও খরা জাল দিয়ে পোনা ও মা মাছ নিধন করা হচ্ছে। এসব মাছ প্রকাশ্যে হাট-বাজারে বিক্রি করলেও দেখার কেউ নেই।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, সুজানগর উপজেলায় ঐতিহাসিক গাজনার বিল, মতিয়ার বিল এবং বিলসহ ছোট বড় ৮/১০টি বিল রয়েছে। চলতি বর্ষা মৌসুমে ওই সকল বিলে বর্ষার নতুন পানির সাথে প্রচুর পরিমাণে পোনা ও মা মাছ আসে। তাছাড়া সরকারি ভাবেও বিল গুলোতে বিপুল পরিমাণ পোনা মাছ অবমুক্ত করা হয়। কিন্তু কতিপয় অসাধু মৎস্যজীবী ও মৎস্য শিকারিরা হাট-বাজার থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি, বেড়, কারেন্ট ও খরা জাল কিনে বিল থেকে অবাধে মা ও পোনা মাছ নিধন করছে।
বিলপাড়ের উলাট গ্রামের হেলাল শেখ, আজমল খান, রহিম মিয়া বলেন, এলাকার মৎস্যজীবী ও মৎস্য শিকারিরা স্থানীয় সুফলভোগীদের সাথে যোগসাজশে প্রতিদিন দুপুরে, সন্ধ্যা রাতে এবং ভোর রাতে অবাধে পোনা ও মা মাছ নিধন করে থাকে। বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পোনা ও মা মাছ নিধন বন্ধে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় প্রতিদিন শত শত মৎস্যজীবী ও মৎস্য শিকারি নিষিদ্ধ ওই জাল দিয়ে বিল থেকে ছেঁকে মাছ শিকার করছে। এতে শুষ্ক মৌসুমে বিল মাছ শূন্য হয়ে পড়তে পারে বলে এলাকার সচেতন মহল মনে করছেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, মা ও পোনা মাছ নিধন বন্ধে প্রায়ই বিলে বিশেষ অভিযান পরিচালনা করে জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হচ্ছে। প্রয়োজনে আরো অভিযান পরিচালনা করে ওই সকল মৎস্য শিকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available