• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৮:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৮:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পাঞ্চল আশুলিয়ায়

২১ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:৫৭:৪৬

কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পাঞ্চল আশুলিয়ায়

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে পোশাক শিল্প কারখানাগুলোতে। সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। 

তবে ২১ সেপ্টেম্বর শনিবার ১৬টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩(১) ধারায় ১৩টি এবং সাধারণ ছুটি রয়েছে ৩ টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। 

এদিকে, জিরাবো পুকুরপাড় এলাকার ম্যাসকট গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহতের পর আজ থেকে খোলে দেয়া হয়েছে। ওই কারখানাটিতেও উৎপাদন স্বাভাবিক রয়েছে।  

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, শিল্প পুলিশ-১ এর আওতাধীন এলাকায় ১ হাজার ৮৬৩ টি পোশাক শিল্প কারখানা রয়েছে। যার মধ্যে আজ ১৬ টি কারখানা ছাড়া বাকিগুলোতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই শ্রমিকরা স্বাভাবিক দিনের মত কাজে যোগ দিয়েছে। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ ১৬টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১৩টি এবং বাকী ৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ কারখানাগুলোর মালিকপক্ষের সাথে কথা হচ্ছে, শীঘ্রই কারখানাগুলো খুলে দেয়া হবে। 

তিনি জানান, আজ শিল্পাঞ্চলের কোথাও কোন শ্রমিক বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩