• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২৪:১৬ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২৪:১৬ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

২৪ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৩৭:১২

কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৯টায় টঙ্গীর সিংবাড়ী মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের রাতেই টঙ্গীর গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার শ্রমিক সূত্র জানা যায়, প্রায় ১ হাজার শ্রমিককে অতিরিক্ত শ্রমঘণ্টার (ওভারটাইম) জন্য রাখা হয়। রাত ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের টিফিন সরবরাহ করে। কিছুক্ষণ পর টিফিনের খাবার খেয়ে অসুস্থ হতে থাকেন শ্রমিকেরা। অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকায় কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।

কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাসান আলী বলেন, কারখানাটিতে এক হাজারের মতো শ্রমিক কাজ করছিলেন। আজ ওভারটাইম করানোর কথা ছিল। পরে রাতে টিফিন খেয়ে প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, শ্রমিকেরা অসুস্থ হওয়ার পর কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো শ্রমিকের মৃত্যু হয়নি।

গাজীপুর শিল্প পুলিশ পরিদর্শক (টঙ্গী জোন) মো. ইসমাইল হোসেন বলেন, অসুস্থ শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭