• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩১ ভোর ০৫:৪৪:১০ (10-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩১ ভোর ০৫:৪৪:১০ (10-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্যারামেডিকেল কোর্স করেই তিনি এখন বড় ডাক্তার

২৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:৪৩:৩৬

প্যারামেডিকেল কোর্স করেই তিনি এখন বড় ডাক্তার

বেড়া (পাবনা) প্রতিনিধি: প্যারামেডিকেল কোর্স করে নামের সাথে ডাক্তার পদবী লাগিয়ে সাইনবোর্ড টানিয়ে রোগীদের অবাদে চিকিৎসা করছেন পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন বাধেররহাট বাজারে অবস্থিত মা ফার্মেসির স্বত্বাধিকারী আশরাফুল আলম চৌধুরী। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সহজ সরল গরিব রোগীদের কাছে নিজেকে বড় ডিগ্রিধারী ডাক্তারের পরিচয় দিয়ে চিকিৎসা ব্যবসা করছেন। এ ব্যাপারে বেশিরভাগ মানুষের ন্যূনতম ধারণা না থাকায় প্রতিনিয়তই চিকিৎসার সেবার নামে প্রতারিত হচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আশরাফুল আলম চৌধুরী বলেন, আমি আমার কর্মকাণ্ড পরিচালনা করছি আমাদের সমিতির সভাপতির সাথে কথাবার্তা বলেই। তাছাড়া আমার কোনো ডাক্তারীর ডিগ্রি আছে কিনা তা যাচাই-বাছাই করবেন আমাদের সিভিল সার্জন যিনি আছেন তিনি। এ সম্পর্কে আপনাদের আমি বেশি কিছু বলতে পারবো না। এক সময় আমি ডাক্তার পদবী লাগিয়ে ভিজিটিং কার্ড প্যাড ব্যবহার করেছি। এখন আর করি না। অতএব, আমাকে ধরার কিছুই নেই।

বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামসুন্নাহার জানান, একজন প্যারামেডিকেল কোর্স করা ব্যক্তি কখনোই ডাক্তার পদবী লাগিয়ে অবাধে চিকিৎসা দিতে পারেন না। এটা যদি করে থাকেন তবে সেটা অবশ্যই অপরাধ। ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া একজন প্যারামেডিকেল কোর্স করা ব্যক্তি সব ধরনের রোগীর চিকিৎসা দিতে পারবেন না। যেগুলো প্রাথমিক চিকিৎসা শুধুমাত্র সেই ধরনের চিকিৎসায়ই তিনি দিতে পারবেন, এটা তার জন্য বৈধ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতখানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
৯ নভেম্বর ২০২৪ রাত ০৯:১৪:২৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
৯ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫:৪৮








রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
৯ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:০৪:১৩