রংপুর ব্যুরো: স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী প্রকাশ চন্দ্র রায়। ছোট বেলা থেকেই যার ফুটবলার হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন আজ যেন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে তার। ফুটবল অনুশীলন করতে গিয়ে আহত হয়ে ২ মাস ধরে চিকিৎসাবিহীন অবস্থায় পড়ে রয়েছেন বাড়িতে। দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না চিকিৎসার খরচ বহন করা।
কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী প্রকাশ চন্দ্র রায় নীলফামারীর কিশোরগঞ্জের পুঁটিমারি ইউপির খানা পাড়া গ্রামের বাট্টু রায়ের ছেলে।
ছোট বেলা থেকেই তার স্বপ্ন ফুটবলার হওয়ার । অনুশীলন করেন স্থানীয় ফুটবল একাডেমিতে। গত ২ মাস আগে অনুশীলনের সময় তার বাম পায়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগে নেওয়া হলে বাম পায়ের লিগামেন্ট জরুরিভাবে অস্ত্রপচার করতে বলেন চিকিৎসক। অস্ত্রপাচার করতে ৩ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ। প্রকাশের পিতা বাট্টু রায় একজন দিনমজুর, তার পক্ষে এত টাকা ব্যয় করা সম্ভব নয়। তাই ছেলেকে বাঁচাতে প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবান ব্যক্তিদের কাছে মানবিক সাহায্য চেয়েছেন তিনি।
প্রকাশ চন্দ্র রায় বলেন, আমি ভালো হয়ে খেলতে চাই মাঠে। আমি জেলা শেখ রাসেল স্টেডিয়াম থেকে শুরু করে কিশোরগঞ্জ ফুটবল একাডেমির হয়ে অনেক জায়গায় খেলেছি। আমি জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি। আমি আবারও মাঠে খেলতে চাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available