• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৯:১৮ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৯:১৮ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে বিকাশ প্রতারক গ্রেফতার

৫ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:২২:২১

সিলেটে বিকাশ প্রতারক গ্রেফতার

সিলেট প্রতিনিধি: সিলেটে এক বিকাশ প্রতারককে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ৪ ফেব্রুয়ারি রোববার এক অভিযানে জকিগঞ্জ থানার বিলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

৫ ফেব্রুয়ারি সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে এপিবিএন।

গ্রেফতার যুবক জকিগঞ্জ থানার কাজাসার এলাকার মো. আব্দুল খালিকের ছেলে মো. ইকবাল হোসেন কামরুল।

সংবাদ সম্মেলনে এপিবিএন জানায়, বিকাশে প্রতারণার শিকার হয়েছেন এমন একজন ভুক্তভোগী গত ১২ জানুয়ারি সিলেট ৭ এপিবিএনের সাইবার টিমে অভিযোগ দেন। এর প্রেক্ষিতে ৭ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় সাইবার টিম অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামের নেতৃত্বে বিষয়টি নিয়ে কাজ করা শুরু করে।

এর মাধ্যমে পুলিশ জানতে পারেন যে, প্রতারক কামরুল অনেক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এর ধারাবাহিকতায় ৭ এপিবিএন সিলেট সাইবার টিম প্রতারক ব্যক্তিকে শনাক্ত করে এবং তার অবস্থান নিশ্চিত করার পর পরিদর্শক এস এম আল মামুনের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কামরুল বিকাশ অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং সহযোগীদের নাম প্রকাশ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ