রংপুর ব্যুরো: প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও এনএসআইয়ের মহাপরিচালক পরিচয় দিয়ে প্রটোকল নিয়ে এবং সরকারি প্রজ্ঞাপন জালিয়াতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অর্থ আত্মসাত-ডিজিটাল প্রতারণার মামলায় বহুল আলোচিত ভোলার আশরাফুল ইসলাম দিপু (৩২)-কে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে রংপুর সাইবার ট্রাইবুনাল।
১১ অক্টোবর বুধবার বিকেলে ট্রাইবুনালের বিচারক আব্দুল মজিদ এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম দিপু উপজেলার উত্তরকলমি এলাকার আব্দুল জলিল ওরফে মতি ফকিরের ছেলে।
পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক জানান, আশরাফুল ইসলাম দিপু ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে সরকারের বিভিন্ন উচ্চ দপ্তরের প্রধানের পরিচয় দিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাত করে। এ ঘটনায় নীলফামারীর কিশোরগঞ্জের কিসামত বীরচরণ এলাকার জহির উদ্দিনের ছেলে সানাতুল্লাহ সানু ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় দায়ের করেন। ওই মামলায় স্বাক্ষ্য গ্রহণ শেষে পৃথক তিনটি ধারায় তাকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেয় আদালত।
এ সময় আসামি দিপুর সম্পতি বিক্রি করে সানুর কাছ থেকে হাতিয় নেয়া ১০ লাখ ৮৫ হাজার টাকা ফেরত দিতে ভোলার ডিসিকে ব্যবস্থা গ্রহণের আদেশও দেয় আদালত।
সারাদেশের বিভিন্ন স্থানে দিপুর বিরুদ্ধে বেশ কিছু প্রতারণার মামলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available