কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সমন্বয়কারী সাইফুল ইসলামকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩২ লাখ ১৬ হাজার ৮শ টাকার প্রতারণা ও আত্মসাতের অভিযোগে আদালত এ দণ্ড প্রদান করেন।
১৪ জুলাই রোববার কুমিল্লা আদালতের বিশেষ জজ বেগম সামছুন্নাহার এ রায় দেন। সাইফুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন বিচারক।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম কুমিল্লার মেঘনা উপজেলার লক্ষণ খোলাম এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। বর্তমানে তিনি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়ে পলাতক রয়েছেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি অ্যাডভোকেট আশিকুর রহমান ও দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক।
দুদক সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম মেঘনা উপজেলার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সমন্বয়ক ছিলেন। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত ৩২ লাখ ১৬ হাজার আট শত টাকার প্রতারণা ও আত্মসাত করেন বলে অডিটে উঠে আসে।
এ বিষয়ে মেঘনা উপজেলা ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাঠ সহকারী মোখলেসুর রহমান দুর্নীতি দমন আইনে বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন। পরে দুদক প্রধান কার্যালয়ের বর্তমান উপ-পরিচালক মোহা. নুরুল হুদা তদন্ত শুরু করেন। তদন্তে এর সত্যতা মিলে।
সাইফুল ইসলামকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত এবং ৩০ লাখ ৬০ হাজার ৮শত ৫১ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ডের টাকা আগামী ৬০ দিনের মধ্যে রাষ্ট্রের অনুকূলে জমা দেয়ারও নির্দেশ দেন আদালত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available