পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপ দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক টিকেট কেটে বাগানে প্রবেশ করেন। কিন্তু এই ফুলের জীবনকাল শেষ হওয়ায় ফুল ঝড়ে গেছে।পর্যটকরা টিউলিপ দেখতে আসলে ফুল না থাকার পরেও প্রলোভন দেখিয়ে তাদের কাছে থেকে ৫০ টাকায় টিকেট বিক্রি করছেন টিউলিপের সংশ্লিষ্টরা। পর্যটকরা টিউলিপ বাগানে প্রবেশ করে ফুল দেখতে না পেরে হতাশ হয়ে ফিরছেন।
নিশাদ নামে এক পর্যটক জানান, আমার বন্ধুসহ টিউলিপ দেখতে আসছি, টিউলিপ দেখার জন্য ৫০ টাকা দিয়ে টিকেট কাটলাম। পরে ভিতরে গিয়ে দেখি কোনো ফুল নেই। আমাদের সাথে তারা প্রতারণা করলো।
দিনাজপুর থেকে আসা আরফিনা নামে এক নারী বলেন, টিভিতে টিউলিপের কথা শুনো আজকে পরিবারসহ দেখতে আসছি। বাগানে প্রবেশ করার সময় আমাদেরকে তারা টিকেট কেটে প্রবেশ করতে বললো। আমরা তখন চারজন দুইশত টাকা দিয়ে টিকেট কেটে বাগানে গেলাম। গিয়ে দেখি কোনো গাছে ফুল নাই।
জানা যায়, টিউলিপ বাগানের এই উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। প্রকল্পটিতে আর্থিক সহায়তা দিয়েছে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
এ বিষয়ে ইএসডিওর টিউলিপ প্রকল্পের সমন্বয়কারী মো. আইনুল ইসলাম জানান, পর্যটকদের বলে দেয়া হচ্ছে ফুল শেষের দিকে তারপরও অনেকে যাচ্ছেন। এবার গতবারের চেয়ে ফুল চাষে খরচ অনেক বেশি হয়েছে। কৃষি অধিদপ্তর যদি বাল্ব উৎপাদন করতে পারে, তাহলে খরচ কম পড়বে। এতে আমরাও কম মূল্যে প্রবেশ করাতে পারবো। তবে দু-একদিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available