পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনিসুর রহমান নামে এক সাবেক তহসিলদার ও তার স্ত্রী খালেদা পারভিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ৮ মার্চ শনিবার দুপুরে পীরগঞ্জ থানায় তহসিলদার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত একবছর আগে উপজেলার মিত্রবাটী গ্রামের আনিসুর রহমানের স্ত্রী খালেদা পারভিনের কাছে রুবিনা আক্তার, শাহাজান আলী, মাহামুদা বেগম, রুমি আক্তারসহ মোট ৪ জন মিত্রবাটী মৌজার ৪৩৬ দাগে সাড়ে ৩২ শতক জমি ক্রয় করেন। পরে সেই জমিটি বুঝে নিতে গেলে জমির অন্যান্য শরিকগণ তাদের বাধা দিয়ে সেই জমিটি দখল করে নেন।
এদিকে, তহশিলদার আনিসুর রহমান ও তার স্ত্রী খালেদা পারভিনকে বিষয়টি সুষ্ঠু সমাধানের কথা বারবার বলা হলেও তারা কোনো গুরুত্ব না দেয়ায় বিপাকে পড়েছেন অসহায় ক্রেতারা। এক বছর অতিবাহিত হলেও মিলছে না কোনো প্রতিকার। টাকা দিয়েও জমি না পেয়ে বেশ হতাশায় ভুগছেন এই অসহায় ব্যক্তিরা। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগীরা বলেন, ওরা স্বামী-স্ত্রী দুজন তাদের জমি না থাকার পরেও রেজিস্ট্রি দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে সাবেক তহশিলদার আনিসুর রহমান মুঠোফোনে বলেন, তারা যে ঘটনা বলেছে সব মিথ্যা ও বানোয়াট। আমি তাদের কাছে জমি বিক্রি করে দখল দিয়েছিলাম। আমি কোনো প্রতারণা করিনি।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম মুঠোফোনে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available