মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা চালানো হয়েছে। অজ্ঞাত এক ব্যক্তি উপাচার্যের ছবি ও নাম ব্যবহার করে বিভিন্নজনের কাছে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২৬ মার্চ বুধবার রাতে বিষয়টি উপাচার্যের সহকর্মীরা তাকে অবহিত করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, তার ছবি ব্যবহার করে কেউ একজন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে এবং বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাইছে। তিনি জোর দিয়ে বলেন, আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। এটি সম্পূর্ণ প্রতারণা। সবাইকে অনুরোধ করছি, কেউ যেন এই ধরনের যোগাযোগে প্রতারিত না হন।
উপাচার্য আরও জানান, শুধু মাভাবিপ্রবি নয়, দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গেও এমন প্রতারণার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে আজই (২৭ মার্চ বৃহস্পতিবার) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে মাভাবিপ্রবি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available