• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ সকাল ০৯:৩৮:০৯ (18-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ সকাল ০৯:৩৮:০৯ (18-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিজয় দিবসে প্রতিবন্ধী যুবককে ফুলেল শুভেচ্ছা জানালেন ওসি

১৭ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৪৫:৪২

বিজয় দিবসে প্রতিবন্ধী যুবককে ফুলেল শুভেচ্ছা জানালেন ওসি

গাজীপুর (সদর) প্রতিনিধি: গাজীপুরে মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে বাদল শীল (২৫) নামে এক প্রতিবন্ধী যুবককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

১৬ ডিসেম্বর সোমবার বিকেলে ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর গ্রামে বাদল শীলের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন ওসি। তিনি বাদলের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার পছন্দের বিভিন্ন ধরনের খাবার নিজ হাতে খাইয়ে দেন।

বাদলের মা স্বপ্না শীল বলেন, আমার তিনটি সন্তান রয়েছে, এর মধ্যে দুজনই প্রতিবন্ধী। বাদল আমার বড় ছেলে, তার বয়স ২৫ বছর। ছোট ছেলেটাও প্রতিবন্ধী। পাঁচ জনের সংসার কোনোমতে চালাতে হয়। আমরা এখনো সরকারি কোনো সহায়তা পাইনি।

ওসির আগমনের বিষয়ে তিনি বলেন, একজন থানার বড় কর্তা আমার ছেলেকে দেখতে এসেছেন। সঙ্গে অনেক ফলমূল ও খাবার নিয়ে এসেছেন। অনেক দিন পর ভালো খাবার দেখে আমার ছেলে খুব খুশি হয়েছে। আমিও মা হিসেবে অনেক আনন্দিত।

ওসি আব্দুল হালিম বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য আনন্দের দিন। সারাদেশে বিজয় দিবস উদ্‌যাপিত হচ্ছে। এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে আমি বাদল শীলকে ফুলেল শুভেচ্ছা জানাতে এসেছি। আমি নিয়মিত তাদের খোঁজখবর রাখব এবং তার পরিবার চাইলে বাদলের চিকিৎসা ও আনুষঙ্গিক সহায়তা প্রদান করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি আটক
১৮ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:১২:০০







জয় দিয়ে আসর শুরু এএস ওয়ারিয়র্সের
১৮ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:১৬:১৭

মানিকগঞ্জে মাদকসহ ৩ যুবক আটক
১৮ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:০৭:৪১