নিউজ ডেস্ক: গত ৮ অক্টোবর এশিয়ান টিভি অনলাইনে ‘সীমাহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওয়্যারহাউজ ইন্সপেক্টর জহিরুলের বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নেত্রকোনার বারহাট্টা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (অ. দ্বা.) মো. জহিরুল ইসলাম।
প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, গত ৮ অক্টোবর এশিয়ান টিভি অনলাইন প্রতিবেদনে ‘সীমাহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওয়্যারহাউজ ইন্সপেক্টর জহিরুলের বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদের তথ্যগুলো সত্য নয়।
প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলকভাবে প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি। আমি এর প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার অনুরোধসহ এ ধরনের মিথ্যা সংবাদে পাঠকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবেদকের বক্তব্য
বারহাট্টা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার, ড্রাইভারসহ ১২ জন স্টাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের কপি ও তার স্বপক্ষে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনও বক্তব্য নেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available