গাজীপুর (মহানগর) প্রতিনিধি: গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে জাতীয় বিশ্ববিদ্যালয় চাকুরি রক্ষা কমিটির আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় চাকরি রক্ষা কমিটির সভাপতি নাজিম উদ্দিন সিসিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মিয়া হোসেন রানার সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর লুৎফর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো. আবু হানিফ খন্দকার-যুগ্মসচিব চাকুরি রক্ষা কমিটি, মুসলিম উদ্দিন-ডেপুটি রেজিস্ট্রার জাতীয় বিশ্ববিদ্যালয়, শফিকুল ইসলাম-ডেপুটি রেজিস্ট্রার জাতীয় বিশ্ববিদ্যালয়, মো. মিয়াজ উদ্দিন-সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয় চাকুরি রক্ষা কমিটি, মো. আতাউর রহমান বিএসসি-উপ কলেজ পরিদর্শক জাতীয় বিশ্ববিদ্যালয়, মো. আ. মতিন, মো. আলমগির, মো. আফজাল হোসেন, মাওলানা সিকান্দার আলী প্রমুখ।
বক্তারা হত্যার হুমকিদাতাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে উপাচার্যকে বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পেতাত্তারা এখনো অনেক জায়গায় বহাল তবিয়তে রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি প্রদান করে যাচ্ছে।
হুমকিদাতাদের উদ্দেশ্য করে বক্তার আরও বলেন, আমরা চুপ আছি বলে মনে কইরেন না আমরা দুর্বল। আমরা যদি জেগে উঠি তাহলে আপনাদের নেতাদের মত আপনারাও পালানোর পথ খুঁজে পাবেন না। তাই আমরা বলব এখনও সময় আছে আপনারা সাবধান হয়ে যান।
উল্লেখ্য, ৪ নভেম্বর বেলা ১০টার দিকে মোবাইলে কল করে অজ্ঞাত এক ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি দেয়, এর পরই উপাচার্য থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দেন।
উপাচার্য এই হুমকির প্রতিবাদে বলেন, কোন প্রকার হুমকি-ধামকি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available