• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩১ ভোর ০৪:৫০:০৫ (03-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩১ ভোর ০৪:৫০:০৫ (03-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

৩০ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৪৭:৪৭

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর সোমবার বেলা ১২ টায় মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করে ‘বিপ্লবী মঞ্চ’ নামের একটি সংগঠন।

বিপ্লবী মঞ্চের আহ্বায়ক আশিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম জসিম, আমার দেশ পত্রিকার হরিরামপুর উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট জামাল উদ্দিন, সুমন মোল্লা, আসাদুল্লাহ, আমিমুল এহসান, রাইয়ান বিন আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, যে মামলায় মজলুম সাংবাদিক এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণ করা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। এই মামলায় যে বিচারক মাহমুদুর রহমানকে সাত বছরের সাঁজা দিয়েছেন, তিনি আবার এজলাস ছেড়ে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়কে আদালতের ভেতর প্রটোকল দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। একজন দলীয় বিচারকের কাছে ন্যায় বিচার পাননি আইনের প্রতি শ্রদ্ধাশীল মাহমুদুর রহমান। 

এ সময় অতিদ্রুত মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়াসহ আমার দেশ পত্রিকার উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে, তা তুলে নেয়ার দাবি জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







না ফেরার দেশে সাংবাদিক তোফাজ্জল হোসেন
২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:০৬