• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩১ ভোর ০৫:১৮:০৭ (03-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩১ ভোর ০৫:১৮:০৭ (03-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে সন্ত্রাসী হামলা-চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

২০ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৯:৩১

মানিকগঞ্জে সন্ত্রাসী হামলা-চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি: সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজারের অর্ধশত ব্যবসায়ী মানববন্ধন করেছে। 

২০ অক্টোবর রোববার সকালে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, ‘রাজনৈতিক ছত্রছায়ায় থাকা একটি মহল আমাদের ব্যবসায়ীদের উপর দীর্ঘদিন যাবত জুলুম করে আসছে। আমরা প্রতিবাদ করলে প্রতিনিয়ত তাদের কাছে হয়রানি এবং মারধরের শিকার হতে হচ্ছে। জনসম্মুখে রনি, আনোয়ার ও সুমন চাদর দাবিতে আমাদের ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। আহতরা এখন মৃত্যুর শয্যায়। আমরা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

জানা গেছে, এলাকার বালু ব্যবসাকে কেন্দ্র করে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয় তিনজন। এই ঘটনায় পর দিন বালু ব্যবসায়ী সোহাগ মিয়া বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







না ফেরার দেশে সাংবাদিক তোফাজ্জল হোসেন
২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:০৬