মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে লাঞ্ছিত করার প্রতিবাদে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা সরকারি কর্মকর্তারা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাসনে মাবারক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আদালতের দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবোনালের একটি মামলার তদন্তকালে কিছু বহিরাগতরা তাকে লাঞ্ছিত করে।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক লাঞ্ছিত হওয়ার ঘটনায় বাদী হয়ে থানায় এজাহান নামীয় ৮ জন এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available