সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ছমিরন বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে খুনের অভিযোগে, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ সোমবার বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ফোরকানিয়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শান্তিরাম ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে মানববন্ধনে মিলিত হয়।
শান্তিরাম ইউনিয়নের নাগরিকবৃন্দের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা ভূমি দস্যু সন্ত্রাসী আব্দুল মজিদ মিয়া, মিঠু মিয়া, দছিজল হক ডিপটি, আখতারুজ্জারাম আখতার, আলম মিয়াসহ সকল সহযোগী খুনিদের ফাঁসির দাবি জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম পাঁচগাছি গ্ৰামের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মজিদের (৬৫) সাথে একই গ্ৰামের মো. রফিকুল ইসলাম (৩৫) গংদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ই মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মধ্যে ঝগড়া বাধে।
এ সময় ছমিরন বেগম আব্দুল মজিদকে ঝগড়া বিবাদ করতে নিষেধ করলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্দুল মজিদের লোকজন ছমিরন বেগমকে লোহার রড দিয়ে মাথায় জখমসহ এলোপাথাড়ি মারধর করলে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পরেন তিনি। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মার্চ ছমিরন বেগম মারা যান।
এ ঘটনায় ছমিরন বেগমের ছেলে মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মজিদসহ ২২জনের নাম উল্লেখপূর্বক আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সুন্দরগঞ্জ থানা পুলিশ এপর্যন্ত ৭ আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available