• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:৫৯:১৬ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:৫৯:১৬ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

১০ দফা দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করলো ছাত্র-জনতা

২৮ আগস্ট ২০২৪ সকাল ০৭:৫৩:৫২

১০ দফা দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করলো ছাত্র-জনতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদের সকল অনিয়ম, হয়রানি, দুর্নীতি ও নৈরাজ্য বন্ধসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় শিবগঞ্জ উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা গিয়ে ইউনিয়ন পরিষদের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করে এবং ইউনিয়ন পরিষদ ভবন ঘেরাও করে। এ সময় স্থানীয় জনতা শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে। পরে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন।

শিক্ষার্থীরা জানায়, প্যানেল চেয়ারম্যানকে ১০ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে আমাদের সব দাবি মেনে নিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। বেঁধে দেয়া সময়ের মধ্যে আমাদের দাবি না মানলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচির ঘোষণা দেয়।

শিক্ষার্থীরা দাবি করেন, ইউনিয়ন পরিষদের বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। গ্রাম্য বিচার ব্যবস্থায় শিক্ষক, ইমাম ও অন্যান্য ধর্মের সৎ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে হবে। ইউনিয়ন পরিষদের সেবাসমূহ সম্পূর্ণ ফ্রিতে জনগণের স্বার্থে দিতে হবে। ইউনিয়নের সব জনসাধারণকে নিয়ে ইউনিয়নের মাদক, জুয়া, ডাকাত, পতিতার মতো অপরাধকে নির্মূলে পদক্ষেপ নিতে হবে। এসব কার্যক্রম না করতে পারলে ইউনিয়ন পরিষদ প্রশাসনকে ১০ কার্যদিবসের মধ্যে সকল ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ ঘোষণা করতে হবে।

এছাড়াও গ্রামের প্রতিটি মসজিদের কমিটি বিলুপ্ত ঘোষণা করার মাধ্যমে নতুন কমিটি প্রদান করতে হবে এবং কমিটিতে অবশ্যই সৎ, পাঁচ ওয়াক্ত নামাজি এবং আলেমদের অগ্রাধিকার দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বখাটেদের উৎপাত রোধ করতে ইউনিয়ন পরিষদকে ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানান শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৪৩:২৫







কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৫ অক্টোবর
১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৩:১৫