সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলা ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সীতাকুণ্ড পৌর স্বেচ্ছাসেবক দল।
১৪ সেপ্টেম্বর শনিবার বিকালে পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মো. মামুন রেজা চৌধুরীর নেতৃত্বে মিছিলটি বের হয়। এসময় মিছিলটি পৌরসভার গোডাউন রোড় থেকে বের হয়ে দক্ষিণ বাজার প্রদক্ষিণ করে পুনরায় উত্তর বাজারে এসে শেষ হয়। মিছিলে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপি নেতাদের অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী তার গোপালগঞ্জের নিজ বাড়িতে যাওয়ার পথে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে গাড়ি বহরে অতর্কিত হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা। এ সময় হামলায় নিহত হন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার। আহত হন অন্তত ৫০ জন। ভাঙচুর করা হয় বহরের ১০টি গাড়ি।
নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী ঢাকায় ক্রিকেট আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা (রত্না), রাজু বিশ্বাস, মাহাবুব খান, লিন্টু মন্সী, গোপালগঞ্জের সালমান সিকদার, সুজন সিকদার, সবুজ সিকদার, ঢাকার মতিঝিল এলাকার নাসির আহমেদ মোল্লা, বাদশা মোল্লা, নিশান, হাসান প্রমুখ।
সীতাকুণ্ড পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মো. মামুন রেজা চৌধুরী বলেন, গাড়ি বহরে ন্যাক্কারজনক হামলায় এস এম জিলানীসহ অনেকেই গুরুতর আহত এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available