• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪০:৩৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪০:৩৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে সমাবেশ

২৩ অক্টোবর ২০২৩ দুপুর ০১:০৫:১১

কেরানীগঞ্জে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে সমাবেশ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে গত ১৮ অক্টোবর বুধবার বাংলা টিভির প্রতিনিধি আরিফুল ইসলামের উপর পুলিশী হেনস্থা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে অভিযুক্ত পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেনের বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকরা।

২৩ অক্টোবর সোমবার সকালে কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তারা প্রতিবাদ সভায় ৭২ ঘণ্টার মধ্যে ইন্সপেক্টর আনোয়ার হোসেনের প্রত্যাহার ও বিভাগীয় শাস্তির দাবি জানান। অন্যথায় পুলিশের সকল নিউজ বর্জনসহ আরও কঠোর কর্মসূচি গ্ৰহণের ঘোষণা দেন।

এতে অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপ্লব, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, মোহাম্মদ রাকিব হোসেন, এইচ এম আমিন, মোহাম্মদ ইউসুফ আলী, আলতাফ হোসেন মিন্টু, ইকবাল হোসেন রতন,  আবু জাফর, নাসির উদ্দিন লিটন, মো. মাসুদ রানা, মো. জহিরুল ইসলাম, মোস্তাক আহমেদ, নাসির উদ্দিন টিটুসহ কেরানীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮