• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩০:৩৭ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩০:৩৭ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে সিরাজদিখানে প্রতিবাদ সমাবেশ

২৩ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৪১:৩৩

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে সিরাজদিখানে প্রতিবাদ সমাবেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি মজলুম মুসলমানদের প্রতিরোধের পক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংহতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর রোববার বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে খতমে নবুওয়্যাত সংরক্ষণ কমিটি বাংলাদেশ নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী সবাইকে ইসরাইলের পণ্য বর্জন করার আহ্বান জানান।

খতমে নবুওয়্যাত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সৈয়দপুর জামিয়া এমদাদিয়া মাদ্রাসা মুহতামিন মাওলানা বসির আহমেদ, জামিয়া শেখ আব্দুল্লাহ মাদ্রাসার মুহতামিন মাওলানা রুহুল আমিন, মুস্তফাগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল শেখ মোহাম্মদ আব্দুল গাফফার, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী প্রমুখ।

দারুলউলুম পাথরঘাটা মাদরাসা মুহতামিম মুফতী আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, বায়তুল মোকাদ্দাস মুসলমানদের স্মৃতিবিজড়িত স্থান। আমরা শুধু ফিলিস্তিনিদের পক্ষে না, আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে। ফিলিস্তিনের মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাবার পর যখন প্রতিবাদ করেছে, তখন পশ্চিমা বিশ্ব তাদের সন্ত্রাসী বাহিনী আখ্যা দিচ্ছে। দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে।

সমাবেশে উপজলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার তৌহিদি জনতা অংশগ্রহণ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮