• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:৪৪:০৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:৪৪:০৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কনসার্টের স্থান পরিবর্তনের দাবিতে ক্রিকেটারদের সমাবেশ

১৯ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০৬:৫৭

কনসার্টের স্থান পরিবর্তনের দাবিতে ক্রিকেটারদের সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘মাঠ বাঁচাও, ক্রিকেট বাঁচাও’ এই  স্লোগানে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।

১৮ ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁওয়ের সকল ক্রিকেট খেলোয়াড় ও ক্রিকেটর সাথে সংশ্লিষ্টরা ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনালাইস্ট রাশেদ ইকবাল, সাবেক খেলোয়াড় রাশেদ, জুলু, আরমান ও বর্তমান খেলোয়াড়সহ অনেকে।

তারা বলেন, ঠাকুরগাঁও চিরন্তন এর উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর শনিবার ব্যান্ড শিল্পী তাসরিফ খান (কুড়েঘর) আসছেন ঠাকুরগাঁও জেলা স্টেডিয়াম মাঠে। এতে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়। কিন্তু এমন সময় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আমাদের ঠাকুরগাঁও জেলার ক্রিকেট খেলোয়াড়রা নিজেদের শেষ প্রস্তুতি নিতে চলেছে আগামী ঢাকা প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন লীগের জন্য। সেই সাথে জেলা অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের চূড়ান্ত প্রস্তুতি চলমান।  

তারা আরও বলেন, এই সময়ে স্টেডিয়ামে এমন অনুষ্ঠান আয়োজন হলে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে। যা খেলোয়াড়দের চরম ক্ষতির মুখে ফেলবে। তাই ঠাকুরগাঁওয়ের সকল ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্টরা একত্রিত হয়ে স্টেডিয়ামে কনসার্ট বন্ধ করে স্থান পরিবর্তন করার দাবি জানায়।

পরে তারা এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

ক্ষয়ক্ষতির ব্যাপারটি মাথায় রেখে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি স্থানান্তর করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭